শিরোনাম

South east bank ad

ফুলপুরে ৩০ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা বাড়ি

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহনির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার ফুলপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের মত ফুলপুর উপজেলায় বরাদ্দকৃত ৩০টি গৃহনির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২০জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ্জোহরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও ফুলপুরে কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: