ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
১৪ জুন সোমবার ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ৩ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, সোহেল পারভেজ সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), সাইকুল আহমেদ ভুঞা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল), মোঃ সাইফুর রহমান ভূইয়া, মেডিক্যাল অফিসার পুলিশ হাসপাতাল ফেনীসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।