শিরোনাম

South east bank ad

ভূমিমন্ত্রীর নির্দেশে সিএফএলের দূষিত বর্জ্যে মারা যাওয়া গবাদিপশুর ক্ষতিপূরণ দিল কর্তৃপক্ষ

 প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয় (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ফ্যাক্টরির বিষাক্ত পানির পাইপ ফেঁটে পার্শ্ববর্তী খালের দূষিত হওয়া বর্জ্য পানি পান করে গত ০৬ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় ১৩ টি গবাদিপশু মারা যাওয়ার ঘটনায় গবাদিপশুর ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্থ খামারীদের দশ লক্ষ পচাশি হাজার টাকা ক্ষতিপূরণ দিলেন সিইউএফএল কর্তৃপক্ষ।

শনিবার (১২ জুন) বিকাল ৪ টার দিকে "সিইউএফএল" গেষ্ট হাউসে ভূমিমন্ত্রীর নির্দেশে "সিইউএফএল" ম্যানেজমেন্ট ও "সিবিএ" সম্মিলতি ব্যবস্থাপনায় ব্যাবস্হাপক আবদুর রহিম এর সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ ৭ জন মহিষের মালিককে চেকের মাধ্যমে ১৩ টি মহিষের ক্ষতিপূরণ প্রদান করেন।

এই সময় উপস্হিত ছিলেন বিসিআইসি উৎপাদন ও গবেষণার পরিচালক জনাব মোঃ শাহীন কামাল, উপজেলার ২ নং বারাশাত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, তরুন বাবু এম ডি ড্যাপ লিঃ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা , এডমিন ম্যানেজার আবদুল্লাহ আল মাহমুদ ,এডমিন ম্যানেজার মোঃ জসীম উদ্দিন,হিসাব রক্ষন বিভাগের উপপ্রধান সালাহ উদ্দিন মাহমুদ, প্রশাসন উপব্যাবস্হাপক কাজী আমিনুল হক সহ "সিবিএ"র বিভিন্ন নেতৃবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: