ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের তারাকান্দায় গত ৬ই জুন সকালে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালে মৃত্যু বরণ করেন। নিহত মুক্তিযোদ্ধা পশর আলী (৮৫) উপজেলার ঢাকুয়া ইউনিয়নের রংগেরকান্দা গ্রামের মৃত আবেদ আলীর মীরের পুত্র।
জানা গেছে, নিজ বাড়ি থেকে হরিয়াগাই বাজারে চা পান করতে যাওয়ার পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের হরিয়াগাই ব্রিজের কাছে ময়মনসিংহগামী বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় মুক্তিযোদ্ধা পশর আলী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার সকাল ৯ টায় তিনি মারা যায়।
ঢাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ফকির জানান, মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল বলেন, মোটরসাইকেলটি জব্দ করেছি।