শিরোনাম

South east bank ad

ফুলপুরে গাছে জ্ঞান হারাল যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

 প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

ময়মনসিংহের ফুলপুরে গাছে উঠে জ্ঞান হারিয়ে ফেলে এক যুবক। উদ্ধার করে ফায়ার সার্ভিসের ১টি টিম। ঘটনাটি ঘটেছে শনিবার ( ১২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের কাতুলী গ্রামের নজরুল মাস্টার ওরফে লাল খাঁ সাহেবেরর বাড়ির একটি জাম গাছে। আহত ইসাক খাঁ মোঃ মুক্তার খাঁ'র ২য় ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়, ঈসাক খাঁ, সাগর (২০) এবং শরিফুল (২৩) জাম খাবে বলে পারার জন্য গাছে উঠেছিল। এ সময় হঠাৎ করে গাছের মগডালে উঠার এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে গাছের দু ডালের ফাঁকে আটাকা পরে যায়। সাথে থাকা সাগর ও শরিফুল তার কথা বন্ধ হয়ে যাওয়ায়। তার ঢালে দিয়ে দেখে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। যেন পড়ে না যায় এ জন্য কোমরে থাকা গামছা দিয়ে ডালের সাথে বান দিয়ে চিৎকার-চেঁচামেচি করলে এলাকাবাসী এসে তাকে নামানোর জন্য অনেক চেষ্টা করে। কিন্তু নামাতে না পেরে ফুলপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গাছ থেকে অচেতন অবস্থায় মাটিতে নামিয়ে ফুলপুর হাসপাতালে পাঠায়। ফুলপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে । তবে এ নিয়ে এলাকায় চলছে মুখরোচক আলোচনা, কেউ বলছে একটি ভূতের কান্ড।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ বিষয়ে বলেন, এ অবস্থা গাছে, মাটিতে, পানিতে যে কোন অবস্থায়ই হতে পারে যদি তার শরীর দুর্বল বা হার্টের সমস্যা থাকে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: