শিরোনাম

South east bank ad

বাস সিএনজি মুখোমখি সংঘর্ষে নিহত ২

 প্রকাশ: ০৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ(ময়মনসিংহ):

ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে তারাকান্দা থানার রশিদপুর নামক স্থানে বাস সিএনজি মখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহত ও আহত সকলেই সিএনজির যাত্রী ছিলো। বুধবার (৯ জুন) ২টা ৪৫ ঘটিকায় সময় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা থানার রশিদপুর নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বাবলু মিয়া (৪২) সে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া (৩০) সে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর সুত্রে জানাযায় শ্যামগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দা থানার রশিদপুর নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সিএনজির ২ জনযাত্রী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। নিহতদের একজনের শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়। তবে মৃত্যুর সংখ্যা আরো বারতে পারে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুর রহমান জানান দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: