শিরোনাম

South east bank ad

দুদক থেকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি পুলিশ সুপার গোলাম আজাদ খান

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আগামীকাল থেকে মাতৃ ইউনিট বাংলাদেশ পুলিশে যোগদান করবেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)। ১ বছর ১০ মাস ১৭ দিন দুদকের পরিচালকের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) কে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সেবায় পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (বার)। অত্যন্ত কোমল স্বভাবের ভালো মনের মানুষ হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত ও প্রশংসিত।

উল্লেখ্য, মোহাম্মদ গোলাম আজাদ খান এর গল্প অবলম্বনে মানব পাচারকে কেন্দ্র করে দেশের প্রথম মানবিক সিনেমা “শান” মুক্তির অপেক্ষায়। দালালদের খপ্পরে পড়ে সীমান্ত, পাহাড়, নদী, সাগর, মরুভুমি পার হয়ে মৃত্যু ঝুকি নিয়ে কিভাবে বিদেশে পাঠানো হয় এদেশের মানুষকে। মৃত্যু ঝুকি নিয়ে সোনার হরিণের স্বপ্ন দেখে দেশ ছাড়া এ মানুষগুলো শেষমেষ বুঝতে পারে যে তারা মানব পাচারের স্বীকার হয়েছেন সিনেমায় সেটি তুলে ধরা হয়েছে। মানব পাচার চক্র এসব হতভাগা মানুষগুলোকে পরবর্তীতে জকি, যৌনদাসী হিসেবে বিক্রি করে দেয়। এমনকি তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেয়। দেশের প্রথম মানবিক এ সিনেমায় কাহিনীকার জনসচেতনতা বৃদ্ধিতে বাস্তব এ বিষয়গুলো তুলে ধরেছেন।

সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘শান’ ছবির টিজার প্রকাশ হয়েছে। এতে ভিলেন চরিত্রে দেখা গেছে তাসকিন রহমানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। শনিবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমার টিজারটি।

‘শান’ সিনেমার প্রযোজনা সংস্থা ফিলম্যান’র ইউটিউব চ্যানেলের পাশাপাশি ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব এবং ফেসবুক পেজ প্রকাশিত টিজারটির দৈর্ঘ্য ছিল ৫২ সেকেন্ড।

আজাদ খানের কাহিনী ও প্রযোজনায় নির্মিত এ ছবিতে সিয়াম-পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুনা বিশ্বাস, মিশা সওদাগর।
চিত্রনায়ক সিয়ামকে এবারই প্রথম পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। বলিউডের অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘলের নির্দেশনায় ফাইটিং দৃশ্যে অংশ নিয়েছেন সিয়াম ও ছবির অন্য অভিনয়শিল্পীরা।

অ্যাকশন-থ্রিলার এই সিনেমায় বাংলাদেশে প্রথমবারের মত মার্শাল আর্ট ” ক্রাভ মাগা” যুক্ত হয়েছে। ক্রাভ মাগা মার্শাল আর্টকে অনেকেই বিশ্বের ভয়ঙ্করতম মার্শাল আর্ট বলে থাকেন। এটি ইসরায়েল এর প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল মার্শাল আর্ট। খালি হাতে তো বটেই, ক্রাভ মাগাতে বিভিন্ন অস্ত্রের বিরুদ্ধেও ডিফেন্স শিখানো হয়। দাবি করা হয় মাত্র তিন সেকেন্ডে যে কাউকে কাবু করা যায় ক্রাভ মাগা এর মাধ্যমে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: