ওয়ান ব্যাংক ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে চুক্তি সই
ওয়ান ব্যাংক লিমিটেড ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে।
এখন থেকে এই চুক্তি অনুযায়ী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা ওয়ান ব্যাংকের যেকোন শাখায় অনলাইনে গ্যাস বিল দিতে পারবেন।
কুমিল্লা শহরের চাঁপাপুরে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সেক্রেটারি মো. খোরশেদ আলম তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অর্থ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র পাল, মহাব্যবস্থাপক (বিপণন) আলমগীর সরকারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।