সাউথ বাংলা ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে এক ব্যবসায়িক সভা গতকাল শনিবার ৫ জুন ২০২১ইং ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. আলতাফ হোসেন ভুঁইয়া, এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. মিজানুর রহমান, ইভিপি ও ব্যাংকিং অপারেশন্স বিভাগের প্রধান এস.এম ইকবাল মেহেদী, ইভিপি ও ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আসাদুল হকসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও ঢাকার শাখা ব্যবস্থাপকরা প্রমুখ।