শিরোনাম

South east bank ad

ভোলার ইলিশায় সেফটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

 প্রকাশ: ০৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম (ভোলা):

ভোলা সদরের ইলিশায় সেফটিক ট্যাংকির কাঠ, বাঁশ খোলার জন্য ট্যাংকির ভিতরে গেলে, আব্দুল মালেক (৪৫) ও জসিম উদ্দিন (৩৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৫ জুন) সকালে ৮ঃ০০ঘটিকার সময় সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পন্ডিতের হাট সংলগ্ন তাজু বেপারীর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক মৃত্যু তজু বেপারীর ছেলে এবং জসিম উদ্দিন কালু মাঝির ছেলে তারা উভয় ইলিশা ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

এই ঘটনায় সাহাবুদ্দিন (২৫) ও কবির (৩০) নামে আরো দুইজন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, মালেক বেপারীর নতুন নির্মানকরা সেফটিক ট্যাংকির সেন্টারিং খোলার জন্য দুইজন শ্রমিক টাংকির ভিতরে প্রবেশ করে অতঃপর তাদের আলাপ না পেয়ে ঘরের মহাজন মালেকসহ আরো দুইজন ভিতরে প্রবেশ করলে আর বের হতে পারেনি।

পরে স্থানীয়রা ইলিশা ফাঁড়ি পুলিশের সহয়তায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক ও জসিম উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ আনিছুর রহমান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: