বাহুবলে চ্যাম্পিয়ন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭), ২০২১ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭), ২০২১ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে । এর আগে (৩ জুন) বিকেল ৪ টায় খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুু, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মন্নান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাইফুর রহমান জুয়েল, মহশিন চৌধুরী, সুজন আহমেদ লিয়াকত, শহিদুল আলম,আব্দুল হক, রিপন মিয়া, লোকমান হোসেন, শফিক আহমেদ, আলমগীর কবির। অনুষ্টান পরিচালনায় ছিলেন এম রশিদ আহমেদ। ফাইনাল খেলায় অংশ গ্রহন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ বনাম মানবকল্যান উচ্চ বিদ্যালয়। প্রসঙ্গত : নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে ৪-২ গোলে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ জয় লাভ করে। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান। সহকারি মোঃ মহিউদ্দিন, মোঃ জাহেদ মিয়া ও আব্দুল কাইয়ুম। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ।