শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, প্রথম আলো প্রতিনিধি মজিবর রহমান খাঁন প্রমুখ।

কর্মশালায় জানানো হয় আগামী ৫-১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই সময়ে জেলায় ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ১৯৪ জন শিশুকে নীল রঙয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯০ হাজার ৮৩৬ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কর্মসুচি বাস্তবায়ন করতে জেলার ৫ উপজেলার ৫৩ ইউনিয়ন ও ৩ পৌরসভার ১৮৯টি ওয়ার্ডে ১৩৮৭ টিকা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।টিকাদান সফল করতে মাঠ পর্যায়ের ৬২৮ জন কর্মী, ২৭৭৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী ও ১০ জন সুপারভাইজার নিয়োজিত করা হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: