ময়মনসিংহে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে পুলিশের র্যালী
এইচ এম জোবায়ের হোসাইন:
‘শান্তি ও নিরাপত্তার জন্যে যুবকদের শক্তি প্রয়োগ করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে পিসকিপার্স র্যালির উদ্বোধন করেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। পরে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নেতৃত্বে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্ম দক্ষতার মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করেছে। সেই সাথে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ৭৭ বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া।