গোপালগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা
মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার (২৪ মে) ভোর রাত দুইটার দিকে জেলা শহরের মোহাম্মদপাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম আজ সকালে হত্যাকান্ডের সত্যত্যা নিশ্চিত করে।
নিহত সাইফুল ইসলামের বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার। তার পিতার নাম আব্দুল লতিফ মল্লিক।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, মালেকা একাডেমির পাশে শহিদুল ইসলামের বাড়ীর দ্বিতীয়তলা ভাড়া নেন খাদিজা বেগম নামের এক নারী। পরে ওই নারী সাইফুল ইসলামকে স্বামীর পরিচয়ে বাসায় ওঠেন। এরপর থেকে আর তাদেরকে দেখা যায়নি।
সোমবার ভোর রাত ২টার দিকে ওই বাসা থেকে পঁচা গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে বাথরুম থেকে সাইফুল ইসলামের জবাই করা গলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, গত ৪/৫ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হতে পারে। তারা শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাসা থেকে কিছু অালামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, গত ৩ মে বাড়ি ভাড়া নিলেও ২০ মে খাদিজা বেগম স্বামী পরিচযয়ে সাইফুল ইসলামকে নিয়ে বাজার করে বাসায় ওঠেন। এরপর খাদিজা ও সাইফুলকে আর দেখা যায়নি। তারা তাদের বাড়ি মুকসুদপুর উপজেলায় বলে আমাকে জানিয়েছিল।