তেঁতুলিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তুহিন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মে) বিকেলে উপজেলার তিরনইহাট ধামনাগজ গ্রামে এ ঘটনা ঘটে।
তুহিন ওই এলাকার আবু সায়েদের ছেলে। জানা যায়, বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায় তুহিন। পরে দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তুহিনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।