শিরোনাম

South east bank ad

বাংলা একাডেমির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

 প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গবেষক , শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

 
‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ২০০১ সালের ৩০ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি এবং নজরুল ইনস্টিটিউট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: