শিরোনাম

South east bank ad

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম

 প্রকাশ: ২৫ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সার্বিক ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর দিক নির্দেশনায় পূর্ব থেকেই সেনাবাহিনী ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রম, ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সেবা প্রদানের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছিল। বর্তমানে তারা ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাসমূহ অসামরিক প্রশাসনের সাথে যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলার নিমিত্তে সেনাবাহিনীর ১৪৬টি দুর্যোগ ব্যবস্থাপনা দল স্বল্প সময়ে মোতায়েনের জন্য প্রস্তুত ছিল। দুর্যোগ উপদ্রুত এলাকাসমূহে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নিমিত্তে সেনাবাহিনীর ৭৬টি মেডিক্যাল টিম প্রস্তুত ছিল। ঘূর্ণিঝড় কবলিত স্থানসমূহে খাদ্য সহায়তা হিসেবে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ১২,৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান এর কারণে ক্ষতিগ্রস্থ এলাকায় মানুষের ঘর বাড়ি মেরামত ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী । WhatsApp Image 2020-05-25 at 5.00.30 PM (1) WhatsApp Image 2020-05-25 at 5.00.33 PM WhatsApp Image 2020-05-25 at 5.00.34 PM WhatsApp Image 2020-05-25 at 4.57.03 PM WhatsApp Image 2020-05-25 at 4.57.04 PM (1) WhatsApp Image 2020-05-25 at 4.57.04 PM (2) WhatsApp Image 2020-05-25 at 4.57.05 PM WhatsApp Image 2020-05-25 at 5.00.30 PM WhatsApp Image 2020-05-25 at 5.00.31 PM (1) WhatsApp Image 2020-05-25 at 5.00.31 PM (2) WhatsApp Image 2020-05-25 at 5.00.31 PM WhatsApp Image 2020-05-25 at 5.00.32 PM (1) WhatsApp Image 2020-05-25 at 5.00.32 PM (2) WhatsApp Image 2020-05-25 at 5.00.33 PM (1)
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: