শিরোনাম

South east bank ad

রোজায় নারীদের পাঁচটি মাসয়ালা: মুফতি হুমায়ুন আইয়ুব

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ইসলাম ও জীবন

রোজায় নারীদের পাঁচটি মাসয়ালা: মুফতি হুমায়ুন আইয়ুব

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রমজানে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইবাদতের এই বসন্তকালে মায়েদের অগ্রসর মানসিকতা, নিবেদিত মনোভাবের কারণেই সম্ভব হয় রোজাকে যথাযথ উদযাপনের। নিজেরে ইবাদত বন্দেগির পাশাপাশি ঘরের ব্যবস্থাপনা, রান্নাবান্না, সন্তানের যত্ন, কর্মস্থলে ব্যবস্থা- সব মিলিয়ে নারীর জন্য যথেষ্ট পরিশ্রমের মাস রমজান। তবুও আমাদের মায়েরা আগ্রহ ভরে রোজাকে উৎসবমুখর করে তোলেন। নারীদের রোজাকে সঠিকভাবে আদায়ের জন্য জানতে হবে জরুরি ৫টি মাসায়ালা।

এক. গর্ভাবস্থায় রোজা

অন্তঃসত্ত্বা নারীকে যদি কোনো মুসলমান পরহেজগার অভিজ্ঞ ডাক্তার বলেন, রোজা রাখলে তার নিজের বা গর্ভের বাচ্চার প্রাণনাশের বা মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তা হলে সেই নারী রোজা নাও রাখতে পারেন। পরে শুধু কাজা করে নিলেই হবে। (তিরমিজি ১/১৫২, নাসায়ী ১/২৪৭, হেদায়া, ১/২২২, বাদাইউস সানায়ে, ২/২৫০)।

দুই. স্তন্যদানকারীর রোজা

স্তন্যদানকারীর রোজার বিষয়টিও অনেকটাই অন্তঃসত্ত্বার রোজার মতো। অর্থাৎ স্তন্যদানকারী যদি নিজে রোজা রাখলে দুগ্ধপোষ্য শিশুর প্রাণনাশ বা অন্য কোনো মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তা হলে তিনি রোজা না রাখতে পারেন। পরে কাজা করে নিতে হবে।

তিন. ওষুধ-বড়ি খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা

নারীদের পিরিয়ড হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহতায়ালা তাদের এভাবেই সৃষ্টি করেছেন। এতে তাদের কোনো দোষত্রæটি নেই। পিরিয়ড অবস্থায় নামাজ মাফ। আর রোজা পিরিয়ড অবস্থায় রাখা নিষেধ তবে এ রোজা না রাখাতে তাদের কোনো গোনাহ নেই। পরে তা কাজা করতে হয়। এ জন্য রমজান মাসে পিরিয়ড হলে তা নিয়ে মনঃক্ষুণœ হওয়ার কোনো যুক্তি নেই। তবে কেউ যদি শুরু হওয়ার আগেই ওষুধ-বড়ি খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখেন তবে সে রোজা সহি হয়ে যাবে। ফলে তা আর পরে কাজা করতে হবে না। (শামী ১/৫০৮, আলমগীরি ১/৩৮, বাদায়ে ১/৩৯, ফাতহুল কাদির ১/১৪৫, আপকে মাসায়েল ৩/২০৭)।

চার. লিপস্টিক বা লিপজেল

রোজা অবস্থায় নারীরা লিপস্টিক বা লিপজেল ব্যবহার করতে পারবে। তবে সতর্ক থাকতে হবে যেন মুখে চলে না যায়। যদি মুখে চলে যায় তবে রোজা মাকরুহ হবে। গলায় স্বাদ অনুভব হলে রোজা ভেঙে যাবে। (কিতাবুল ফাতাওয়া ৩/৩৯৮)।

পাঁচ. তরকারির লবণ চাখা

নারীরা রান্না করার সময় তরকারির লবণ ও বিভিন্ন অবস্থা পরীক্ষা করার জন্য জিহ্বার মাধ্যমে তরকারির স্বাদ নিলে রোজার কোনো ক্ষতি হবে না। (আল ফেকহুল মুয়াসসার, বেহেশতি যেওর)।

লেখক : সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

BBS cable ad