পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাতে দুর্গাপুর প্রশাসনের নানা উদ্যোগ

দুর্গাপুর প্রতিনিধি:
আগত মাহে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা,খদ্যসামগ্রী’র গুনগত মান নিশ্চিত করা,রমজানের পবিত্রতা বজায় রাখাসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সব উদ্যোগের কথা জানান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।
দুর্গাপুর বাজার সমিতির নেতৃবৃন্দ,ইজারাদার,ক্রেতা-বিক্রেতা,মিডিয়া কর্মী ও শুশীল সমাজের ব্যাক্তিগনের উপস্থিতিতে সভায় আলোচনা সাপেক্ষে রমজান মাস জুরে প্রতিটি বাজারে বিশেষ নজর রাখা হবে বলে জানান তিনি।
এসময় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ওয়ালী হাসান, বিশিস্ট ব্যবসায়ী রনজিত সেন,মোঃ নজরুল ইসলাম,ধনেশ পত্রনবিশ,রঞ্জিত দেবনাথ,পৌর সচিব তৌহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।