নেত্রকোণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ শনিবার (১২ মার্চ) পুলিশ লাইন্স নেত্রকোণায় প্রথম দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকবর আলী মুন্সী, পুলিশ সুপার নেত্রকোণা।
এসময় কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভর্তি ইচ্ছুক যোগ্য প্রার্থীদেরকে যে কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে কোন প্রকার যোগাযোগ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।