দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
’মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালিত হয়েছে।
গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে ইন-ডোর র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
মহড়ায় বিভিন্ন পর্যায়ের দূর্ঘটনা এবং উদ্ধার কাজে সহায়তা কিভাবে করা যায় তা ফুটে তোলা হয়। পরে তাৎক্ষনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান'র সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপির টিসি হালিমা আক্তার,ওসি (ভার:)মীর মাহবুবুর রহমান,ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।