শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ১৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ময়মনসিংহে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা নিয়ে দন্ধে আজিজুল (৩৮) হত্যারকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাস্তায় দাড়িয়ে কাদলেন নিহতের স্ত্রী জোসনা আক্তার ও তার সন্তানরা।

সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী জোসনা বেগম, নিহতের দুই শিশু ছেলে ও এক মেয়ে।

এ ছাড়াও মানববন্দ্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এমএ মুনসুর, মুকুল হোসেন, মহিউদ্দিন আজাদ মানিক, আব্দুল মোতালেব, আলমগীর হোসেন, আইয়ু্ব আলী, রুহুল আমিন তালুকদার, আব্দুস সালাম, সাইদুর রহমান রহমান খোকন, মো. হাবিবুল্লাহ, মাসুদ করিমসহ আরও অনেকে।

এ সময় নিহতের স্ত্রী জোসনা আক্তাে বলেন, আমার স্বামীকে হত্যা করার ১১ দিন পার হলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আমি আমার স্বামীকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি বলেই কান্না করতে করতে জ্ঞান হারান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আসামীদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার (৭ মে) সন্ধ‍্যা ৬ টার দিকে উপজেলার ১০নং তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে ৪ হাজার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল হক গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে আজিজুল মারা যায়।

এ ঘটনায় শনিবার (৮ মে) নিহত আজিজুল হকের স্ত্রী জোসনা বেগম বাদী হয় ঈশ্বরগঞ্জ থানায় ১২ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: