ব্যাংক এশিয়া পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ব্যাংকটির ১৬ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে তিনি এ শেয়ার বিক্রি করেছেন। এর আগে গত ২৮ জুলাই তিনি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার মোট শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬।