শিরোনাম

South east bank ad

পুঁজিবাজারে লেন‌দেন কমেছে ২৯ শতাংশ

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজারে লেন‌দেন কমেছে ২৯ শতাংশ

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন—দুটিই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৩ শতাংশ। পাশাপাশি দৈনিক গড় লেনদেন কমেছে ২৮ দশমিক ৭৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক এর আগের সপ্তাহের তুলনায় ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৪৭ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯০৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬১
পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৮৯টির আর অপরিবর্তিত ছিল ২০টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৮টির।

গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা ও গ্রামীণফোনের শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট ১ হাজার ৮১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৫৬ কোটি টাকা।

খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৩১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ২৫ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১২ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এছাড়া ১০ দশমিক ১৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর প্রকৌশল খাতের দখলে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দশমিক ৬৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল কাগজ ও মুদ্রণ, প্রযুক্তি ও বস্ত্র খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৪ দশমিক ৬৪, ৩ দশমিক ৬৮ ও ৩ দশমিক ৫৫ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৮৯ শতাংশ কমে ১৪ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৬৩৩ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৮৩ শতাংশ কমে ৮ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৮৬৮ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ১৯ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১৭০ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর।

BBS cable ad