দরপতনে ধুঁকছে পুঁজিবাজার, চমক দেখালো ব্যাংক

দরপতনের মধ্য দিয়েই পুরো সপ্তাহ কাটিয়েছে দেশের পুঁজিবাজার। গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১৬ হাজার ১৩৩ কোটি টাকা। আর প্রধান মূল্যসূচক কমেছে ২০৩ দশমিক ৯২ পয়েন্ট বা ৩ দশমিক ৪৫ শতাংশ। এ অবস্থায় বিপরীত চিত্র দেখা গেছে ব্যাংক খাতে। কমার পরিবর্তে উল্টো বেড়েছে বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম দুটি স্থানসহ ৪টিই ব্যাংক কোম্পানি।
দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে মিডল্যান্ড ব্যাংক। ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে আগ্রহের শীর্ষ চলে আসে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠান। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৬৬ কোটি টাকার বেশি।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৩২টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩৫৭টির। আর ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় ১১ গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এমন দরপতনের বাজারে সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৬৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২১ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এছাড়া ২০২২ ও ২০২১ সালেও ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা মুনাফা হয়।
২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিাটির পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার আছে।
মিডল্যান্ড ব্যাংকের পরই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল ন্যাশনাল ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ৮ দশমিক ৩১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইসলামী ব্যাংকের ৭ দশমিক ৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ দশমিক ৩৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রী’র ৪ দশমিক ৩১ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৩ দশমিক ৫৯ শতংশ এবং জিকিউ বলপেনের ৩ দশমিক ৪৬ শতাংশ দাম বেড়েছে।