শিরোনাম

South east bank ad

পুঁজিবাজারে চার বছরে লক্ষ্য ৫০ লাখ বিনিয়োগকারী আনা

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজারে চার বছরে লক্ষ্য ৫০ লাখ বিনিয়োগকারী আনা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, পুঁজিবাজারের ১৫ লাখ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে চার বছরে তা ৫০ লাখে উন্নীত করাই মূল লক্ষ্য।

সোমবার বিএসইসির বোর্ড রুমে তিনি এসব বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে আমাদের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। আমাদের পুঁজিবাজারে ১৫ লাখ বিনিয়োগকারী আছে। কিন্তু সবাই সক্রিয় নয়, তাদের আস্থা ফিরিয়ে এনে সক্রিয় করতে হবে। বর্তমান বিনিয়োগকারীদের কীভাবে ২৫ লাখে উন্নীত করা যায়, কীভাবে চার বছরে ৫০ লাখে নেয়া যায়। কীভাবে অতীতের নেয়া ভুলগুলো শোধরানো যায়।

এর আগে তিনি দুপুরে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে আসেন বিএসইসিতে।

BBS cable ad