শিরোনাম

South east bank ad

সুকুক বন্ড আনতে চায় বেক্সিমকো লিমিটেড

 প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

সুকুক বন্ড আনতে চায় বেক্সিমকো লিমিটেড

শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করে তিন হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড। এ অর্থ দিয়ে দুটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং বস্ত্র খাতের যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৫ এপ্রিল ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা ডেকেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। তিন হাজার কোটি টাকার এ সুকুক বন্ড হবে আল ইস্তিসনা, অর্থাৎ এর মাধ্যমে অর্থায়নকারীর অর্থে প্রকল্প বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন শেষে তার মালিকানা হবে অর্থায়নকারীর। প্রস্তাবিত বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। অভিহিত মূল্য ১০০ টাকা এবং প্রতি লটে বন্ড থাকবে ৫০টি। মুনাফার ভিত্তি হবে নূ্যনতম ৯ শতাংশ বা সর্বশেষ বছরে প্রদত্ত লভ্যাংশের সঙ্গে মুনাফার পার্থক্যের ১০ শতাংশ বেশি।

বেক্সিমকোর সুকুক বন্ডটি হবে শেয়ারে রূপান্তরযোগ্য। বন্ডধারী চাইলে ৫ শতাংশ বা এর আনুপাতিক হারে আংশিক বা পুরো বন্ড বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করতে পারবেন। এক্ষেত্রে রূপান্তর মূল্য হবে ডিএসইর ২০ কার্যদিবসের ভারিত গড়। বন্ডটির ৫০ শতাংশ প্লেসমেন্ট প্রক্রিয়ায়, ২৫% বেক্সিমকোর শেয়ারহোল্ডারদের কাছে এবং বাকি ২৫ শতাংশ আইপিও প্রক্রিয়ায় বিক্রি করা হবে।

BBS cable ad