শিরোনাম

South east bank ad

দৃষ্টিকটু মুশফিক!

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

মুশফিকের মতো দেশসেরা ক্রিকেটারের কাছ থেকে এমন অশোভন আচরণ অপ্রত্যাশিত। যাকে অনুসরণ করেন অনুজরা। তিনি যদি মাঠে জুনিয়রের সঙ্গে এমন দুর্ব্যবহার করেন তাহলে শেখার জায়গা কোথায়?
হারলে বিদায়, জিতলে সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। গতকাল এমন সমীকরণের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকা। তবে ম্যাচে দুই দলের ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের দৃষ্টিকটু আচরণ।

ম্যাচে দুইবার সতীর্থ নাসুম আহমেদের ওপর মেজাজ হারিয়েছেন তিনি। নাসুমকে দুইবার বল ছুড়তে গেছেন ‘অ্যাংরি ম্যান মুশফিক’। সতীর্থকে রীতিমতো মারতেই তেড়ে গেছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন আচরণ অবাক করেছে সবাইকে।

প্রথমবার ইনিংসের ১৩তম ওভারে নাসুমের করা তৃতীয় বলটা মিড অনে ঠেলে দেন আফিফ। ফিল্ডিং করতে দৌড়ে আসেন বোলার নাসুম, অন্যদিকে মুশফিকও এগিয়ে আসেন। বল কুড়িয়ে নিয়েই বাঁহাতি এই স্পিনারকে বল ছুড়তে তেড়ে যান মুশফিক।

দ্বিতীয়বার শফিকুলের করা ইনিংসের ১৭তম ওভারে আফিফ ক্যাচ দেন শর্ট ফাইন লেগে। ফিল্ডার নাসুম এগিয়ে আসেন ক্যাচ ধরতে। তার আগেই দৌড়ে এসে মুশফিক ক্যাচ নেন। তারপর ঘুরেই নাসুমকে আবারও সজোরে বল ছুড়তে যান ঢাকার অধিনায়ক। তত্ক্ষণাত্ মুশফিকের আচরণে ভড়কে যান নাসুম, বিব্রত হয়ে পড়েন। ম্যাচ জয়ের পর টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে নাসুমের সঙ্গে করা বিকারগ্রস্ত আচরণ নিয়ে জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। সব কিছু ঠিক আছে। জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরো। সুতরাং আগামীকাল (আজ) আরেকটা ম্যাচ আছে, আশা করি জিতব, দেখা যাক আশা করি দল হিসেবে খেলতে পারব।’

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: