শিরোনাম

South east bank ad

করোনায় আক্রান্ত রোনালদিনহো

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদিনহো। রবিবার ইনস্টাগ্রামে নিজেই কোভিড-১৯ টেস্টে পজেটিভ হওয়ার কথা স্বীকার করেছেন ব্রাজিল ও বার্সেলোনার এই কিংবদন্তি।

বেলো হরিজন্তের বিখ্যাত মিনেইরো স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিলো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও দুইবার ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তির। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকার কথা জানান রোনি।

‘গত শনিবার থেকে আমি বেলো হরিজেন্তেতে আছি, এখানে এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করার কথা ছিলো আমার। আমি কোভিড টেস্টে পজেটিভ হয়েছি। আমি ঠিক আছি, কোনো উপসর্গ নেই। তবে আমি অংশ নিচ্ছি না।’

পরবর্তী টেস্টে নেগেটিভ না পর্যন্ত বেলো হরিজন্তের এক হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন পিএসজি, বার্সেলোনা, এসি মিলান, ফ্লেমিঙ্গোর হয়ে মাঠ মাতানো রোনালদিনহো।

২০২০ সালটা মোটেও ভালো যাচ্ছে না রোনালদিনহোর জন্য। গত মার্চে ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে রোনালদিনহো ও তার ভাই রবের্তোকে গ্রেপ্তার করে সেই দেশটির পুলিশ। এরপর একমাস বাদে ৯০,০০০ ও ১,১০,০০০ ডলার জরিমানা দেওয়ার পর কারাগার থেকে মুক্তি মেলে রোনালদিনহো ও তার ভাইয়ের।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: