শিরোনাম

South east bank ad

বিসিবি কার্যালয়ের দোতলায় শোভা পাচ্ছে ‘মুজিব কর্নার

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় ‘মুজিব কর্নার’ স্থাপন করা হয়েছে বিসিবিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের দোতলায় শোভা পাচ্ছে এই ‘মুজিব কর্নার। গতকাল বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত, কোরআন তিলাওয়াত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে বিসিবি। তর্জনী উঁচানো বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের ছবি এবং বছরের শুরুতে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের ট্রফিও শোভা পেয়েছে এই কর্নারে। বঙ্গবন্ধুর বিভিন্ন গুণাবলী লেখা আছে আলোকিত এই দেওয়ালে। জানতে চাইলে গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মুজিব কর্নার আগেই করা হয়েছে। আজ (গতকাল) বিসিবি সভাপতি এটা দেখেছেন। এটা গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যেই করা হয়েছিল।’
BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: