শিরোনাম

South east bank ad

মাশরাফি বিন মোর্তুজা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষার জন্য ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যারা সুস্থ আছেন তাদের সাবধানে থাকার আহবান জানান। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করে তিনি এসব কথা বলেন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ লাইনস্ জামে মসজিদে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু পুলিশ ফাঁড়ি জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন। নড়াইলের বিভিন্ন মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: