শিরোনাম

South east bank ad

র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে ২৬,০০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

অদ্য ১৮ জুলাই ২০২০ ইং তারিখ ০০৪০ ঘটিকার সময় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুলে কক্সবাজার হতে ঢাকাগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ম-১১-০০৮৩) তল্লাশি করে ভিতরে ড্রাইভিং সিটের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় ২৬,০০০ পিস ইয়াবাসহ ড্রাইভার ও মাদক ব্যবসায়ী মোঃ সেন্টু(২২), পিতা- মোঃ সোহবার, সাং-দেওপুর(ফজলুল হকের বাড়ি), থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা-৪নং গেইট, বিবির বাগিচা, বাসা নং-৭৩/২৮, ৪৮নং ওয়ার্ড(জহিরুল খাঁন মিয়ার বাড়ি), কাজলা, যাত্রাবাড়ি, ঢাকা মহানগর’কে আটক করে। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়। 109703561_568706570461114_8617310978163328790_n
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: