শিরোনাম

South east bank ad

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‍্যাবের ‘হটলাইন’ চালু

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের প্রতারণার শেষ ছিল না। তাই শাহেদের সকল প্রতারণার হদিস খুঁজে বের করতে এবার বিশেষ সেবা চালু করেছে র‍্যাব। ভুক্তভোগীদের জন্য খোলা হয়েছে হটলাইন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদের বিরুদ্ধে আইনি সহায়তা নিতে এবং তার মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের এই নাম্বারে: ০১৭৭৭৭২০২১১ যোগাযোগের অনুরোধ করা হয়েছে। প্রতারিত হওয়া ব্যক্তিরা এই নাম্বারটিতে ফোন করলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে র‍্যাব। এর আগে প্রতারক শাহেদ সম্পর্কে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‘তার প্রতারণার ধরণ একটি অনন্য ধরণ। তাকে বলা যায় প্রতারক জগতের 'আইডল'।’
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: