শিরোনাম

South east bank ad

ইয়ারা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব - ১৩

 প্রকাশ: ১৬ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব - ১৩ এর কোম্পানী কমান্ডার সিপিএসসি (রংপুর ক্যাম্প) এর কাছে নির্ভরযোগ্য সুত্রে ইফতারের ঠিক ৩০ মিনিট আগে ফোন এলো মাদকের বিশাল দেনদরবার চলছে। ফোন পেয়েই অভিযানিক দল প্রস্তুত। ঘটনাস্থলে গিয়েই সত্যতা পেলর‌্যাব - ১৩ এর কোম্পানী কমান্ডার সিপিএসসি (রংপুর ক্যাম্প) । এই লকডাউনের মধ্যে দামী বাইক নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীর সেলিমনগর বাজারে এক মাদক কারবারী কেনাবেচা চালাচ্ছেন। পরে বেশকিছু ইয়াবা, দামি মোটর সাইকেলসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব - ১৩ এর কোম্পানী কমান্ডার সিপিএসসি (রংপুর ক্যাম্প) এর সদস্যরা।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: