শিরোনাম

South east bank ad

১ বছরে সাড়ে ৩ কোটি ইয়াবা জব্দ

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

১ বছরে সাড়ে ৩ কোটি ইয়াবা জব্দ
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ১১ হাজার ২৩৪ টি ইয়াবা, ২৫৯ দশমিক ৭৬৫ কেজি হিরোইন, ৫ লাখ ২৪ হাজার ১৩৭ বোতল ফেনসিডিল এবং ৫২ হাজার ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (২২ নভেম্বর) জাতীয় সংসদে নোয়াখালী ৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরণের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ হাজার ৫৩৯টি মামলা দায়ের করে ৯৮ হাজার ৪৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে মোবাইল কোর্টর মাধ্যমে ৫ হাজার ৯৯১ টি মামলায় ৬ হাজার ১৩০ জন মাদক ব্যবসায়ীকে তাৎক্ষণিক ভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মন্ত্রী জানান মাদকের ছোবল থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য দেশের ৩২ হাজার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৫ হাজার ৬০৫ টি প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: