৩ মহিলাকে চাকরীর প্রলোভনে বছর ধরে পতিতাবৃত্তি করানোর দায়ে র্যাব-৭ এর হাতে আটক-২

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চাকরির প্রলোভন দেখিয়ে ১ বৎসর যাবৎ জোর পূর্বক আটকে রেখে পতিতাবৃত্তি করানোর দায়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ জন কে আটক করেছে র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম।
গত ০৩ মে ২০২১ খ্রিঃ র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে সংবাদ পান যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ব্রাহ্মনবাড়িয়া ও ভোলার ০৩ জন মহিলাকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘ ০১ বছর চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন দক্ষিন মধ্যম আলী রোড, আলী মাঝির পাড়া ,ফারুক কলোনীর মোজ্জাম্মেল এর বাসায় আটকে রাখে। অতঃপর ঐ বাসায় জোর পূর্বক ভিকটিমদের ইচ্ছার বিরুদ্ধে তাদের জীবন নাশসহ পরিবারের বিরাট ক্ষতি করবে মর্মে হুমকি দেখিয়ে তাদেরকে পতিতাবৃত্তি কাজ করতে বাধ্য করে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম গত ০৩ মে ২০২১ ইং তারিখ ১৫০০ ঘটিকায় র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন দক্ষিন মধ্যম আলী রোড, আলী মাঝির পাড়া ,ফারুক কলোনীর মোজ্জাম্মেল এর বাসায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা প্রতারক চক্রের ১। মোঃ নুরুল আলম (৬০), পিতা- মৃত সাহাব মিয়া, মাতা- মৃত মুসলিমা খাতুন, সাং-পারকির চর (নানু মেম্বারের বাড়ী), থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- আলী মাঝির পাড়া, দক্ষিন মধ্যম আলী রোড,ফারুক কলোনী, থানা- বন্দর, সিএমপি, চট্টগ্রাম এবং ২। মোঃ আমির (৪৫), পিতা- আমজাদ আলী খাঁ,মাতা- জহুরা বেগম, সাং- উত্তর টিকিকারা,দরজি পাড়া, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে- মধ্যম আলী রোড, আলী মাঝির পাড়া, সাহাবুদ্দিন জমিদারের বাড়ী, থানা- বন্দর, চট্টগ্রাম মহানগরীদের গ্রেফতার করেন এবং ঘটনাস্থল থেকে ভিকটিম ০৩ মহিলাকে উদ্ধার করে। পরবর্তীতে সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভিকটিমদের পতিতাবৃত্তির করানোর কথা স্বীকার করে। র্যাবের এ অভিযানে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করায় স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করে।
উক্ত ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।