চুনারুঘাটে র্যাবের অভিযানে ৫০ কেজি গাজাঁসহ লাল মিয়া মেম্বার গ্রেফতার

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
জেলার চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে লাল মিয়া মেম্বার ৫০কে গাজাঁসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার ৪ মে ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা সহ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শ্রীকুটা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল আলী ওরফে লাল মিয়া মেম্বার (৫০), কে আটক করা হয়। লাল মিয়া উপজেলার চন্দনা এলাকার মৃত আব্দুল ওয়াহাবের পুত্র। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, র্যাবের মামলায় বিকেলে আদালতের মাধ্যমে লাল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।