শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জে ৩ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-১১

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

নারায়ণগঞ্জে ৩ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকরা হলেন- জহিরুল হক (৪৮), মো. মামুন (৪০) ও মো. ইমরান (১৮)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

র‌্যাব জানায়, মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে গাড়ি প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার সত্যতা পেয়ে সাড়ে ১২টায় অভিযান চালায়। অভিযানে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে সক্রিয় তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: