ঢাকায় ফেন্সিডিলসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

রাজধানীর পল্টনে ৪৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তারা হলেন- মো. জালাল বয়াতী, মো. শামীম সেখ এবং মো. আনোয়ার হোসেন।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রাণী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু মাদক চোরাকারবারি একটি পিকআপযোগে ফেন্সিডিলের চালান নিয়ে পাবনা থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৪০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক চোরকারবার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।