শিরোনাম

South east bank ad

আমিনবাজার এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ০৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

আমিনবাজার এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত ০৭ই এপ্রিল ২০২১ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন আমিনবাজার এলাকায় এক কিশোরীকে পরস্পর যোগসাজসে প্রতিবেশীর সহায়তায় ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার মোঃ পারভেজ এবং কুমারী রঞ্জিতা’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে স্থানীয় পুলিশের পাশাপাশি র‌্যাব উক্ত মামলাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার বিবরণ ও ভুক্তভোগীর জবানবন্দিতে জানা যায় যে, ভুক্তভোগীকে ফুসলিয়ে পাশের গলিতে মোঃ পারভেজ এর বাসায় নিয়ে যায়। ঘটনার দিন বাসায় কেউ না থাকায় ভুক্তভোগী’কে ০২ দিন আটক রেখে মোঃ পারভেজ জোর পূর্বক কিশোরীকে ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় গত ০২ মে ২০২১ সময় ১৪.৫৫ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ এর সহায়তাকারী কুমারী রঞ্জিতা রানী (১৯) সহ নিম্নোক্ত ০১ জন ধর্ষণকারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

(ক) মোঃ পারভেজ (৪৫), জেলাঃ ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পারভেজ উক্ত দিনে ভুক্তভোগীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: