টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ র্যাব-১৫এর হাতে আটক দুই

কক্সবাজারেরর টেকনাফে র্যাব-১৫ সদস্যরা পৌরসভার মেইন রোডের পুরাতন মাইক্রো স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাতে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের পুরাতন মাইক্রো স্টেশনের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এক দল। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। তারা হলেন, টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলাবাদ এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে মো. জমির উদ্দিন (৩০) ও একই এলাকার মৃত ফরিদ আহমেদ এর ছেলে নুরুল হক (৩০)। ওই সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ১টি শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।