গুরুদাসপুরে ২ কেজি গাঁজাসহ আটক ১

নাটোরের গুরুদাসপুর উপজেলায় দুই কেজি গাঁজাসহ মো. ইউসুফ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মো. ইউসুফ আলী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধামাইজ বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউসুফ আলী ওই এলাকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করে আসছিলেন। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে গাঁজা বিক্রি করতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারে অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা, দু’টি মোবাইল ফোন সেট, তিনটি সিম কার্ড ও দু’টি মেমোরি কার্ড জব্দ করা হয়। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে র্যাবের কাছে তিনি স্বীকার করেন যে তিনি গাঁজা বিক্রির উদ্দেশে চাঁচকৈড় বাজারে অবস্থান করছিলেস।
এ ব্যাপারে গুরুদাসপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।