শিরোনাম

South east bank ad

কাঁচপুরে ইয়াবা-পিস্তলসহ সন্ত্রাসী মোমেনকে আটক করেছে র‍্যাব-১১

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

কাঁচপুরে ইয়াবা-পিস্তলসহ সন্ত্রাসী মোমেনকে আটক করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে সন্ত্রাসী টাইগার মোমেনকে ইয়াবা, গুলি ও বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। এসময় মো. বুলবুল ভূঁইয়া (৩৭) নামে তার এক সহযোগীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

এর আগে দুপুরে সোনারগাঁ থানার কাঁচপুর ওলামানগর এলাকা থেকে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামি মোমেন বাহিনীর প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনকে তার এক সহযোগীকে আটক করা হয়।

অভিযানে আসামিদের কাছ থেকে ম্যাগজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা, এক লিটার বাংলা মদ, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করা করা হয়।

এলাকাবাসী সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত শতাধিক দুষ্কৃতিকারীদের সমন্বয়ে মোমেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এ ‘মোমেন বাহিনী’। এ বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এ সন্ত্রাসী বাহিনী গাড়ি থেকে জ্বালানি তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন নিজেকে কখনও র‌্যাব আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: