শিরোনাম

South east bank ad

আনসার আল-ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

আনসার আল-ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৪

রাজধানীর পল্লবী ও মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। আটকরা হলেন-সজিব হোসেন খান (২২) ও আব্দুল্লাহ জায়েদ (১৯)। শুক্রবার (৩০ এপ্রিল) পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, গত ১৯ এপ্রিল গ্রেফতার আনসার আল-ইসলামের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করায় সক্রিয় ছিলো। তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থার উস্কানি দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে আসছিলেন।

সজিব হোসেন খান আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। অন্যদের উদ্বুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচারসহ নিয়মিত চাঁদা সংগ্রহ করে আসছিলেন।

আটক আব্দুল্লাহ জায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে আনসার আল-ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন। এছাড়া, আনসার আল-ইসলাম সদস্যদের নিয়ে অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: