৪৪৩ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় আজ র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪৩ বোতল ফেন্সিডিল ও ০১ টি মোটরসাইকেলসহ নিম্নোক্ত ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
(ক) মোঃ হানিফ মিয়া (৪০), জেলা-চাপাইনবাবগঞ্জ।
(খ) মোঃ শরীফ (২৭), জেলা-সিরাজগঞ্জ।
(গ) মোঃ তাইজুল ইসলাম(২২) , জেলা- ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ফলের ব্যবসার আড়ালে বিভিন্ন পেয়ারার ঝুড়িতে করে অভিনব পন্থায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।