সাভারে ‘আনসার আল ইসলাম’র সদস্য আটক করেছে র্যাব-৩
সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইফুল ইসলাম (২২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।
এর আগে, বুধবার (২৮ এপ্রিল) সাভারের ব্যাংক কলোনি মাদরাসা মসজিদ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৩ এর সদস্যরা। পরে বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসার নাজারা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব জানায়, দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।