১৮ কেজি গাজাঁসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব-৯

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং এএসপি একেএম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেউন্দি চা বাগানের বসুন্ধরা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১৮.৫০ কেজি গাজাঁ জব্দসহ পেশাদার মাদক কারবারি ১। মোঃ শাহজাহান মিয়া (২৫), পিতা- মোঃ ওয়াহিদ মিয়া, সাং- কাঁঠালবাড়ী, ২। মোঃ ফরিদ মিয়া (২৬) পিতা- মর্তুজ মিয়া সাং- হলহলিয়া, উভয় থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।