ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষণকারী আটক

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রনি মিয়াকে (১৬) গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃত রনি মিয়া উপজেলার সদর ইউনিয়নে সতেরপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
বুধবার (২৮ এপ্রিল) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ওই দিন ভোররাত ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে সতেরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪'র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি মিয়া স্বীকার করে, গত রবিবার (২৫ এপ্রিল) দিনভর ওই শিশুর পরিবারের লোকজন বোরো ধানকাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। দিনভর কাজ শেষে বাড়ির অধুরে ধানের খলা থেকে ফেরার পথে ওই শিশুর বাবা শিশুকে মাঠ থেকে গরুর খুটি উঠিয়ে বাড়ি ফিরতে তারা বাড়িতে ফিরে আসেন।
ওই শিশু মাঠ থেকে গরুর খুটি উঠিয়ে একা একা বাড়ি ফেরার পথে বখাটে রনি মিয়া তার মুখ চেপে ধরে পাশের ঝুপে নিয়ে ধর্ষণ করে। পরে শিশু বাড়িতে মা বাবা কাছে ঘটনা খুলে বলে জ্ঞান হারিয়ে ফেলে।
এমতাবস্থায় শিশুকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ রবিবার (২৫ এপ্রিল) ওই দিন রাতেই ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে রনিকে আসামী ত্রিশাল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত রনি মিয়াকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।