শিরোনাম

South east bank ad

সিলেটে কেজি দরে তরমুজ বিক্রি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ও র‌্যাব-৯ এর যৌথ অভিযান

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

সিলেটে কেজি দরে তরমুজ বিক্রি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ও র‌্যাব-৯ এর যৌথ অভিযান

প্রচণ্ড গরমে দেশীয় ফল তরমুজে স্বস্তি খুঁজছেন মানুষ। তখনি কিছু অসাধু ব্যবসায়ী কারসাজির মাধ্যমে তরমুজের দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন।

বিষয়টি নিয়ে ভোক্তা ও সচেতনমহলের পক্ষ থেকে আনা একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ও র‌্যাব-৯।

বুধবার (২৮ এপ্রিল) সিলেটের বিভিন্ন ফলের দোকানে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফল বিক্রিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ লংঘনের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় ফল বিক্রিতে কোনো ধরনের কারসাজি, মজুদধারী, কিংবা কারচুপি না করার জন্য সব ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: