শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জে অপহৃত শিশু উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

মানিকগঞ্জে অপহৃত শিশু উদ্ধারসহ  ৩ জনকে আটক করেছে  র‌্যাব-৪

অপহরণের পাঁচ দিন পর ইসতেফাত হোসেন সোহান (১০) নামে এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এসময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করে তারা।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। শিশুটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আটকরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের করিম বেপারী, সদর উপজেলার নবগ্রাম এলাকার বাদশা ওরফে রাজা ও একই গ্রামের হাবু মিয়া।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, বাবা ও মা দেশের বাইরে অবস্থান করায় সোহান ঢাকা জেলার সাভারের উলাইলে মামা-মামির সঙ্গে থাকত।

গত শুক্রবার বেলা ১১টার দিকে অপহরণকারীরা সাভারের উলাইল এলাকা থেকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহানকে অপহরণ করে। পরে অপহরণকারীরা তাকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি বাড়িতে আটকিয়ে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে তিন অপহরণকারীকে আটক করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর শিশু সোহানকে তার স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: